মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
সাবেক স্বৈরাশাসক ফ্যাসিস্ট শেখ হাসিনার লিফলেট বিতরনের সময় ফরিদপুরের সদরপুর উপজেলার -জয়বাংলা বাজার থেকে গনপিটুনী দিয়ে এক যুবককে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটককৃত যুবক উপজেলার চরবিষ্ণুপুর গ্রামের মৃত্যু আঃ রাজ্জাক চৌধুরীর পুত্র প্রিন্স চৌধুরী (৪২)।
২ ফেব্রুয়ারী (রবিবার) সন্ধ্যা ৬ টার সময় প্রিন্স চৌধুরী উপজেলার জয়বাংলা বাজারে ফ্যাসিস্ট শেখ হাসিনার ছবি সম্বলিত লিফলেট বিতরন করতে গেলে স্থানীয়লোকজন তাকে আটক করে গনপিটুনী দিয়ে পুলিশে খবর দেয়। পরে ৭ টি লিফলেট সহ পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন (খোকন) ঘটনার সত্যতা নিশ্চিন্ত করে জানান আসামি প্রিন্স চৌধুরীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসর ছিল।
প্রিন্ট