হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
হাতিয়ায় ইসলামিক ফাউন্ডেশনএর উদ্যোগে আয়োজিতা জাতীয় হিফযুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) হাতিয়া উপজেলা জামে মসজিদে সকাল ৯ টায় প্রতিযোগিতায় ৩টি গ্রুপে অনুষ্ঠিত হয়।
হাতিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনূর্ধ্ব ১৮ বছর বয়স পূর্ণ ৩০ পারা,অনূর্ধ্ব ১৫ বছর বছর ১ থেকে ২০ পারা, অনূর্ধ্ব ১ থেকে ১২বছর বয়স ১০ পারা হেফজ শিক্ষার্থীগন অংশগ্রহণ করেন।
বিচারক ছিলেন হাফেজ মাওলানা কারী নাজিম উদ্দিন, হাফেজ মাওলানা ফজলুল করিম, হাফেজ মাওলানা আবদুল কাদের সাহেব। প্রোগ্রাম পরিচালনায় ছিলেন টিএইচ, এম বিল্লাহ ই-ফা, মোঃ নেছার উদ্দিন ই-ফা, মোঃআমির হামজা ই-ফা, হাতিয়া পৌরসভা প্রতিনিধি মোঃ আবু বকর ছিদ্দিক, বুড়িরচর প্রতিনিধি মোঃ আমিরুল এহছান দিদার প্রমূখ।
প্রিন্ট