শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসায় নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে । বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা উপজেলা সমাজসেবা কার্যালয়ে আয়োজনে বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয় ।
পরে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন । সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার জহুরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান, মাধ্যমিক সরকারি শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবি আক্তার, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সংগঠনের প্রতিনিধি, ভাতা ভোগী, সুধী ও সাংবাদিকগন। অনুষ্ঠান শেষে প্রতিবন্ধীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।
প্রিন্ট