সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
নববর্ষ ২০২৫ এর শুভক্ষণে রাজবাড়ীর কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ শিশুর জন্ম হয়েছে। এদের ১ জনকে জরুরী সিজার ও ৩ জনকে সাধারন প্রসব করানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা ইশরাত জাহান উম্মন জানান, সন্তান প্রসবের পর সব প্রসূতি মাতাই সুস্থ আছে।
জরুরী সিজার কাজ সম্পন্ন করেন কনসালটেন্ট (গাইনী ও অবস) ডাঃ নাহিদা ইয়াসমিন ও ডাঃ সাব্বির আহমেদ।
এছাড়া নরমাল ডেলিভারি সম্পন্ন করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিডওয়াইফ শান্তা ইসলাম, মিডওয়াইফ মেরিনা খাতুন, মিডওয়াইফ শিমুল হালদার, মিডওয়াইফ নাজমিন আক্তার, সিনিয়র স্টাফ নার্স জাকিয়া সুলতানা, সিনিয়র স্টাফ নার্স চন্দনা রানী সেন এবং সিনিয়র স্টাফ নার্স রাফেজা খাতুন।
কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্প্রতী চালু হওয়া প্রসূতি সেবায় একদিনে ৪ মায়ের সন্তান দানের ঘটনা এটাই প্রথম। এতে হাসপাতালটির উপর প্রসূতি মাতা ও সাধারন রোগীদের আস্থা বেড়েছে।
প্রিন্ট