বোরহানুজ্জামান আনিচ, সিনিয়র স্টাফ রিপোর্টার
ফরিদপুরের নগরকান্দা সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমিতে কন্যা সাহসিকা কর্ণারের উদ্বোধন করা হয়েছে। ২৯ ডিসেম্বর রবিবার দুপুরে এ কর্ণারের উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।
উপজেলা সদরে অবস্থিত সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমীর ছাত্রীদের বয়সন্ধিকালীন নানান সমস্যা সমাধানে এ কর্নার নির্মাণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া জানান, এ কর্নারে থাকছে একটি ডিজিটাল মেশিন। সেখানে দশ টাকা প্রদান করলে মেশিন থেকে অটোমেটিক একটি প্যাড বের হয়ে আসবে। এতে বিদ্যালয়ের কিশোরীরা উপকৃত হবে।
এছাড়াও এ পক্ষে রয়েছে গোসলের জন্য উন্নত মানের সোয়ারেস, বাথরুম, এবং কিশোরীরা অসুস্থ হয়ে পড়লে বিশ্রামের ব্যবস্থা রয়েছে এই কক্ষে। এছাড়াও কিশোরীদের স্বাস্থ্যসম্মত রাখতে আরো নানন সেনেটারী সামগ্রী রয়েছে এখানে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফি বিন কবীরের সার্বিক পরিকল্পনায় এ কর্ণার নির্মাণ করা হয়। এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা নগরকান্দা থানা পরিদর্শন করেন।
পরে তিনি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ের সকল দপ্তরের দপ্তর প্রধান, ইউপি চেয়ারম্যান বৃন্দ ও সুশীল সমাজের সঙ্গে সঙ্গে মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন।
প্রিন্ট