হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালী হাতিয়ায় আধুনিক খামার ব্যবস্থাপনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আমান ফিড লিঃ এর আয়োজনে মঙ্গলবার সকালে হাতিয়া সুপার মার্কেটে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
মেসার্স হাতিয়া পোল্ট্রি এর মালিক হাজি আবু নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান। বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাসানুজ্জামান, আমান ফিড লিঃ এর সিনিয়র ম্যানেজার মোঃ মিজানুর রহমান, হাতিয়া প্রেসক্লাবের আহ্বায়ক জি এম ইব্রাহিম।
খামারিদের উদ্দেশ্যে আধুনিক খামার ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন আমান ফিড লিঃ এর নিজস্ব ডাক্তার মোস্তাফিজুর রহমান ও ম্যানেজার মোঃ সোহেল পারভেজ।
সেমিনারে হাতিয়ার বিভিন্ন অঞ্চল থেকে একশত ৫০ জন খামারি উপস্থিত ছিলেন। সেমিনারে আধুনিক খামার গড়ে তুলতে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। এছাড়া খামার ব্যবস্থাপনায় খামারিদের বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্নের উত্তর দেওয়া হয়।
প্রিন্ট