শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসা উপজেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মরত ভাতাভোগী অসচ্ছল সদস্যদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। সোমবার সকালে কুষ্টিয়া জেলা কমান্ডের কার্যালয়ের আয়োজনে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার তত্ত্বাবধানে ৫০ জনকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
উপজেলার আনসার ভিডিপি কার্যালয়ের সামনে বিভিন্ন ইউনিয়নের কর্মরত ভাতাভোগী আনসার ও ভিডিপি ৫০ জন অস্বচ্ছল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্যদের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তামান্না ইয়াছমিন।
এ সময় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তামান্না ইয়াছমিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের কর্মরত ভাতাভোগী আনসার সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের জীবন মান ও বিভিন্ন বিষয় খোঁজ খবর নেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক নজরুল ইসলাম ও উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্যগণ।
প্রিন্ট