ঢাকা , শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

নগরকান্দায় ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়!

বোরহানুজ্জামান আনিস, সিনিয়র স্টাফ রিপোর্টার

ফরিদপুরের নগরকান্দায় ভেকু মেশিন দিয়ে ফসলি জমির মাটি কেটে ট্টলি গাড়ির সাহায্যে বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হচ্ছে। জমির মালিকদের অর্থের লোভ দেখিয়ে ফসলি জমির মাটি কিনে, এক শ্রেণীর মাটি ব্যবসায়ী বিভিন্ন ইটভাটায় সেই মাটি বিক্রি করছে। এছাড়াও ফসলি জমিতে বাড়ি নির্মাণ এবং ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করতে কেনা হচ্ছে এসব মাটি।

নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর পুর্বপাড়া খালের ব্রীজ সংলগ্ন নবা সিকদারের বাড়ির পাশে, মৃত মান্নান সিকদারের ছেলে হাসান সিকদারের জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ট্রলি গাড়ির সাহায্যে সেই মাটি বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হচ্ছে। মাটি ব্যবসায়ী ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পুর্বকান্দি গ্রামের রেজাউল হোসেন। সে জমির মালিকদের কাছ থেকে মাটি কিনে দীর্ঘদিন ধরে এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয়রা জানান, সকাল থেকে গভীর রাত পর্যন্ত এলাকায় চলছে ভেকু ও ট্রলি গাড়ি। ট্রলির সাহায্যে মাটি যাচ্ছে বিভিন্ন এলাকায়। এতে করে পার্শ্ববর্তী ফসলি জমির মালিকেরা আসে দুশ্চিন্তায়। ট্রলি গাড়ি যেকোনো মুহূর্তে তাদের জন্য ভেঙ্গে পড়তে পারে। এছাড়াও সড়ক দিয়ে টলিতে করে মাটি নেয়ার সময় গ্রামের সড়ক গুলো নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া ট্রলির মাটি সড়কের উপর পড়ে থাকায়, সামান্য বৃষ্টি হলেই সড়ক পিচ্ছিল হয়ে ঘটছে ছোট বড় দূর্ঘটনা। সারাদিন ভেকু ও ট্রলি চলতে থাকায় ধুলোবালি চার পাশে ছড়িয়ে পড়ে পরিবেশ দূষিত হচ্ছে। স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বৃদ্ধ ও শিশুরা। ভেকু ও ট্রলি গাড়ির শব্দে এলাকায় স্বাভাবিক জীবন যাপন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

নগরকান্দা উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. মাসুম বিল্লাহ বলেন, অবৈধভাবে মাটি কাটলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে ঘটনাস্থলে লোক প্রেরণ করা হয়েছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

error: Content is protected !!

নগরকান্দায় ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়!

আপডেট টাইম : ০১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
বোরহানুজ্জামান আনিস, সিনিয়র স্টাফ রিপোর্টার :

বোরহানুজ্জামান আনিস, সিনিয়র স্টাফ রিপোর্টার

ফরিদপুরের নগরকান্দায় ভেকু মেশিন দিয়ে ফসলি জমির মাটি কেটে ট্টলি গাড়ির সাহায্যে বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হচ্ছে। জমির মালিকদের অর্থের লোভ দেখিয়ে ফসলি জমির মাটি কিনে, এক শ্রেণীর মাটি ব্যবসায়ী বিভিন্ন ইটভাটায় সেই মাটি বিক্রি করছে। এছাড়াও ফসলি জমিতে বাড়ি নির্মাণ এবং ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করতে কেনা হচ্ছে এসব মাটি।

নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর পুর্বপাড়া খালের ব্রীজ সংলগ্ন নবা সিকদারের বাড়ির পাশে, মৃত মান্নান সিকদারের ছেলে হাসান সিকদারের জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ট্রলি গাড়ির সাহায্যে সেই মাটি বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হচ্ছে। মাটি ব্যবসায়ী ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পুর্বকান্দি গ্রামের রেজাউল হোসেন। সে জমির মালিকদের কাছ থেকে মাটি কিনে দীর্ঘদিন ধরে এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয়রা জানান, সকাল থেকে গভীর রাত পর্যন্ত এলাকায় চলছে ভেকু ও ট্রলি গাড়ি। ট্রলির সাহায্যে মাটি যাচ্ছে বিভিন্ন এলাকায়। এতে করে পার্শ্ববর্তী ফসলি জমির মালিকেরা আসে দুশ্চিন্তায়। ট্রলি গাড়ি যেকোনো মুহূর্তে তাদের জন্য ভেঙ্গে পড়তে পারে। এছাড়াও সড়ক দিয়ে টলিতে করে মাটি নেয়ার সময় গ্রামের সড়ক গুলো নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া ট্রলির মাটি সড়কের উপর পড়ে থাকায়, সামান্য বৃষ্টি হলেই সড়ক পিচ্ছিল হয়ে ঘটছে ছোট বড় দূর্ঘটনা। সারাদিন ভেকু ও ট্রলি চলতে থাকায় ধুলোবালি চার পাশে ছড়িয়ে পড়ে পরিবেশ দূষিত হচ্ছে। স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বৃদ্ধ ও শিশুরা। ভেকু ও ট্রলি গাড়ির শব্দে এলাকায় স্বাভাবিক জীবন যাপন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

নগরকান্দা উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. মাসুম বিল্লাহ বলেন, অবৈধভাবে মাটি কাটলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে ঘটনাস্থলে লোক প্রেরণ করা হয়েছে।


প্রিন্ট