শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসায় আনন্দলোক ট্রাস্টের উপজেলা শিক্ষা কমিটির সভা অনুষ্ঠিত। বুধবার সকালে উপজেলা শিক্ষক সমিতির হলরুমে আনন্দলোক ট্রাস্টের উপজেলা শিক্ষা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা ইনন্সট্রাকটর অপূর্ব লাল ভট্টাচার্য।
সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অফিসার হুসাইন মোহাম্মদ বিল্লাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার খাইরুল ইসলাম, নাহিদা আক্তার, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান সেলিম রেজা, আমবাড়িয়া ইউপি চেয়ারম্যান আকমল হোসেন, শিমুলিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, আনন্দলোক ট্রাস্টের শিক্ষা সুপারভাইজার কামাল হোসেন, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম, সন্তোষ কুমার ঘোষ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই আনন্দলোক ট্রাস্টের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন আনন্দলোকের জেলা সমন্বয়কারী হিজরত আলী খান। সভায় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রতিনিধি এবং আনন্দলোক ট্রাস্টের কার্যক্রমের সাথে জড়িত ব্যক্তিবর্গ।
বক্তাগণ শিক্ষার মান উন্নয়ন, ছাত্র-ছাত্রীর উপস্থিতি, ঝরে পড়া রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে তুলে ধরে বক্তব্য রাখেন এবং এ বিষয়ে আনন্দলোক ট্রাস্টকে সার্বিক সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।
প্রিন্ট