শেখ সাইদুল ইসলাম প্রবীন খোকসা কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসায় বেগম রোকেয়া দিবস ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নারীদের জয়িতা সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরে আয়োজনে পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয় ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবি আক্তার। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাহুল কর, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান, ওসি (তদন্ত) আব্দুল গফুর, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সুধী সাংবাদিক, ছাত্র-ছাত্রী বিন্দু। এবছরের সম্মানিত জয়িতারা হলেন, অর্থনীতিতে সাফল্য অর্জনকারী নারী আফসানা পারভীন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফলতা অর্জনকারী সাদিয়া বিনতে রহিম, সফল জননী নারী মিতা রানী সরকার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন যে নারী আনোয়ারা খাতুন এবং সমাজ উন্নয়নে মোছা: মিনা খাতুন।
এদেরকে উপজেলা মহিলা কর্মকর্তার কার্যালয় এর পক্ষ থেকে উত্তরীয় সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছায় সম্মানিত করা হয়।
প্রিন্ট