হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালী বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীর চর আতাউরে উপকূলে ২০ ফুট লম্বা বিশাল আকৃতির তিমি আটকা পড়েছে। পরে কোস্ট গার্ড ও মৎস্য অফিস সমন্বিত চেষ্টায় তিমিটিকে নিরাপদে নদীতে ছেড়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার চর আতাউরের কাছে ডুবোচরে এ মাছটি আটকা পড়ে।
হাতিয়া কোষ্টগার্ড জানায়, সকালে জেলেদের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এ সময় তিমি মাছটি চরে কাদাপানির সাথে আটকে থাকতে দেখি। পরে জেলেদের সহযোগিতায় ওখান থেকে টেনে পানিতে নামিয়ে দেয়। ধারণা করা হচ্ছে, জোয়ারের পানিতে মাছটি এখানে এসে আটকা পড়েছে।
এ সময় চারিদিকে খবর ছড়িয়ে পড়লে তিমি মাছকে দেখতে মানুষের ভীড় জমে নদীর তীরে। অনেকে পানিতে নেমে হাত দিয়ে স্পর্শও করে তিমিকে।
হাতিয়া কোষ্টগার্ডের স্টেশন কমান্ডার মো: খালিছুর রহমান জানান, মাছটি প্রায় ৫০ মনের মতো ওজন হবে। মাছটি দলছুট হয়ে ছোট নদীতে চলে আসছে। তিমি মাছটিকে বার বার নদীতে নামিয়ে দেয়ার পরও আবার তীরে উঠে আসে। পরে নদীর মাঝামাঝি গভীর পানিতে নামিয়ে দেয়া হয়।
প্রিন্ট