রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে আব্দুল মজিদের স্ত্রী কুলসুম বেগম (৪০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার (২৯ নভেম্বর) ভোরে উপজেলার কদিমচিলান ইউনিয়নের দাঁইড়পাড়া গ্রামে এঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কুলসুমের স্বামী আব্দুল মজিদ তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে উপজেলার কদিমচিলান গ্রামে বসবাস করে। মাঝে মাঝে সে তার প্রথম স্ত্রী কুলসুমের বাসায় আসে। তবে আজ ভোরের দিকে কুলসুম নিজ ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। কুলসুমের ছেলে মাসুম (২৭) সকালে তার মায়ের মরদেহ ঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
এব্যাপারে কদিমচিলান ইউপির সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান জানান, ভ্যান চালক আবদুল মজিদ দ্বিতীয় বিয়ে করে কদিমচিলান গ্রামে বসবাস করেন। কুলসুম একজন মানসিক রোগী ছিল। মাঝে মাঝে আব্দুল মজিদ অসুস্থ স্ত্রী কুলসুমকে চিকিৎসার জন্য পাবনা মানসিক হাসপাতালে নিয়ে যেত। কিন্তু হঠাৎ করে সে রাতে বাড়ির সবার অজান্তেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ মোহা: নুরুজ্জামান বলেন, ‘পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে মৃতদহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরণ করেছেন। থানায় একটি অপমৃত্যু মামলার রুজু করা হয়েছে।’
প্রিন্ট