মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফিলিস্তিনি জনগণের মুক্তি সংগ্রাম কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে সাম্রাজ্যবাদী আমেরিকার মদদে ফিলিস্তিনে ইসরাইলী হত্যাকাণ্ড ও দখলদারিত্বের বিরুদ্ধে আন্তর্জাতিক সংগ্রামে যোগ দেবার আহ্বান জানিয়ে উক্ত সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা খেলাঘরের সভাপতি আলতাফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রফিকুজ্জামান লায়েক এডভোকেট মানিক মজুমদার, বিপ্লবী কমিউনিস্ট লীগ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড আব্দুল কাদের আজাদ, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ ইমদাদ মিয়া, মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা হোসনে আরা খানম , কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক অজিত বিশ্বাস অনুষ্ঠান পরিচালনা করেন কমিউনিস্ট পার্টি ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অরুন কুমার শীল।
এ সময় বক্তারা বলেন সারা পৃথিবীর মানুষ যেখানে ফিলিস্তিনির উপর বর্বর হামলায় নিন্দা করছে সেখানে আমেরিকার প্রত্যক্ষ মদদে ইসরাইল দিনের পর দিন ফিলিস্তিনিদের উপর অমানুষিক নির্যাতন করছে। সেখানকার হাজার হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করছে। তাদের এ আক্রমন থেকে
বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বসতবাড়ি, হাসপাতাল ও রক্ষা পাইনি লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। বাড়িঘর হারিয়ে তারা মানবিক বিপর্যয় জীবন অতিবাহিত করছেন।
এ নারকীয় হত্যাকাণ্ডের ফলে সেখানকার মানবিক বিপর্যয় ঘটেছে । অনেক শিশু নারী বৃদ্ধ তাদের এই হামলার শিকার হয়েছে । অথচ আমেরিকা মুখে বিশ্বশান্তির কথা বললেও তাদের এই হামলার বন্ধের এখনো কোনো ব্যবস্থা নেয়নি।
বক্তারা বলেন ২০২৩ সাল থেকে ইসরাইলি বাহিনীর বাহিনী আমেরিকার প্রত্যক্ষ মদদে নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা করছে এবং এখন পর্যন্ত প্রায় ৪৫০০০ নিরীহ জনগণকে হত্যা করেছে।
বক্তারা ইসরাইলের এই হামলার তীব্র নিন্দা করেন এবং এই হামলার প্রতিবাদে বিশ্ব বিবেককে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রিন্ট