মোঃ রফিকুল ইসলাম, বোয়ালমারী পৌর প্রতিনিধি
শুক্রবার (২২ নভেম্বর ২০২৪) জামায়াতে ইসলামীর ফরিদপুর জেলা অফিসে সকাল ১১টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফরিদপুর জেলা শাখার ২০২৫-২০২৬ সেশনের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা শ্রমিক কল্যাণের সভাপতি এস.এম. আবুল বাশারের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী আসাদুল্লাহ মোল্যা ফিলকুর সঞ্চালনায় এ কাউন্সিল শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও ফরিদপুর অঞ্চল পরিচালক মোঃ আজহারুল ইসলাম।
প্রধান বক্তা ফরিদপুর জেলা শ্রমিক কল্যাণের প্রধান উপদেষ্টা ও জামায়াতে ইসলামীর জেলা আমীর মাওঃ মুহাম্মদ বদরুদ্দীন, বিশেষ অতিথি সহকারী অঞ্চল পরিচালক কাজী আবুল বাসার, ফরিদপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আবু হারিস মোল্যা, ফরিদপুর জেলা শ্রমিক কল্যাণের উপদেষ্টা মোঃ জসিমউদদীন, অঞ্চল টিম সদস্য, মাস্টার জাহাঙ্গীর আলম, জেলা শ্রমিক কল্যাণের সহসভাপতি শামীম আতাহারসহ শ্রমিক কল্যাণের জেলা, উপজেলা ও পৌরসভার সকল নেতারা এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে অর্থসহ কুরআন তেলাওয়াত করেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বোয়ালমারী পৌরসভার সভাপতি মাওঃ মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফরিদপুর জেলা শাখার ২০২৫-২০২৬ নতুন সেশনের সভাপতি এস.এম আবুল বাশার, সহসভাপতি শামীম আতাহার এবং সাধারণ সম্পাদক আসাদুল্লাহ মোল্যা ফিলকু সহ মোট ৩৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
আরও পড়ুনঃ আমাদের পশ্চাদগামিতা অনিবার্য নয় কেন ?
অনুষ্ঠান শেষে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফরিদপুরে শহীদ ও আহত ৭ পরিবারের মাঝে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়।
প্রিন্ট