মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
চার দফা দাবি আদায়ের লক্ষ্যে ফরিদপুরে ম্যাটসের আন্দোলন অব্যাহত রয়েছে। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ, মঙ্গলবার, সকাল ১১ টায় টানা ২০তম দিনের মতো কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ ফরিদপুরের উদ্যোগে এবং সংগঠনের সমন্বয়ক শেখ নাঈম আবরারের সভাপতিত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ ফরিদপুরের সমন্বয়ক আদনান আহমেদ, ম্যাটসের প্রথম বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার, রাকিব, আতিকা, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সোয়াইবুর রহমান প্রমুখ। কর্মসূচিতে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ সরকারি ইয়াসিন কলেজ ও সরকারি রাজেন্দ্র কলেজে ছাত্রদলের বৃক্ষরোপণ ও লিফলেট বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত
বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, “আমরা প্রথমে শান্তিপূর্ণ আন্দোলন করেছি, এরপর সারাদেশের ম্যাটসের প্রশাসনিক ভবনে তালা দিয়েছি। কিন্তু সরকারের টনক নড়ছে না। আমাদের দাবি মেনে না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। দাবি না মানা পর্যন্ত কোনো ক্লাস বা পরীক্ষায় অংশগ্রহণ করা হবে না।” উল্লেখ্য, দাবীসমূহ পূর্ণ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী ফরিদপুর ম্যাটসের কর্মসূচি অব্যাহত থাকবে।
প্রিন্ট