ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ১৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার পৃর্বক মকুল হোসেন ও নাজমুল হক নামের ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবীর।
পুলিশ জানায় ,আসামী মুকুল হোসেন (৩৪) দৌলতপুর উপজেলার বাহিরমাদী গ্রামের জিয়ারুল মন্ডল ছেলে অন্য দিকে নাজমুল হক (২৪) পটুয়াখালী জেলার কলাপাড়া থানার মধুপারা গ্রামের রিপন হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার (১৪ নভেম্বর ) দিবাগত রাতে দৌলতপুর উপজেলার আল্লার দর্গা বাজারে ইজিবাইকে করে ১৫৫ বোতল ফেন্সিডিল বহন করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশ কল্যাণপুর চেক পোস্টে ইজিবাইক আসলে ইজিবাইক তল্লাশি করে সিটের নিচে ব্যাটারি রাখার ফাকা জায়গার মধ্যে প্লাস্টিকের বস্তায় পেচানো ১৫৫ বোতল ফেন্সিডিল সহ দুজনকে গ্রেফতার করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ আউয়াল কবীর বলেন, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে দৌলতপুর থানায় পৃথক দুইটি মামলা হয়েছে। পরে তাদের বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছ।
প্রিন্ট