কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক ৩১শ’ ২০ জন কৃষক বিনামূল্যে প্রায় ৪৩ লাখ টাকার প্রণোদনার বীজ সার পাচ্ছেন। সোমবার (১১নভেম্বর) বেলা ১২ টায় উপজেলা চত্বরে অডিটোরিয়ামে এ বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুফি মো: রফিকুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ভেড়ামারা উপজেলার ভারপ্রাপ্ত অফিসার ও সহকারী কমিশনার(ভূমি)মো: আনোয়ার হোসাইন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোঃ টিপু সুলতান সপন। শুভেচ্ছা বক্তব্য রাখেন,ভেড়ামারা কৃষি অফিসার মোছা: মাহমুদা সুলতানা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শাম্মী শিরিন,উপজেলা বিআর ডিপি কর্মকর্তা জহুরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন,ভেড়ামারা অতিরিক্ত কৃষি অফিসার শাহানাজ ফেরদৌসী।
প্রধান অতিথি উপ পরিচালক সফি মো: রফিকুজ্জামান বলেন,ভেড়ামারা উপজেলার কৃষকদের জন্য এ প্রণোদনা কর্মসূচি অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। এটি শুধুমাত্র কৃষি উৎপাদন বৃদ্ধি নয়, বরং কৃষি অর্থনীতির শক্তিশালী ভিত্তি গড়ে তুলতে সহায়ক হবে।
উপজেলা কৃষি অফিসার মাহমুদা সুলতানা জানান, উপজেলায় ২০২৪-২০২৫ অর্থ বছরে ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়নের মোট ৩১২০ জন কৃষক গম বীজ, ভুট্টা বীজ, সরিষা বীজ,শীতকালীন পেঁয়াজ বীজ, মসুর বীজ, মুগ বীজ ও অড়হড় প্রণোদনা বীজ পাবেন।
এছাড়া গম উৎপাদনের জন্য একজন কৃষককে ১ বিঘা চাষের জন্য ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ভুট্টা উৎপাদনের জন্য একজন কৃষককে ১ বিঘা চাষের জন্য ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, সরিষা উৎপাদনের জন্য একজন কৃষককে ১ বিঘা চাষের জন্য ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, শীতকালীন পেঁয়াজ উৎপাদনের জন্য একজন কৃষককে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, শীতকালীন মুগ উৎপাদনের জন্য একজন কৃষককে ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, মসুর উৎপাদনের জন্য একজন কৃষককে ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি, অড়হড় উৎপাদনের জন্য একজন কৃষককে ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেয়া হয়েছে বলে কৃষি কর্মকর্তা জানিয়েছেন।
প্রিন্ট