বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ফরিদপুর জেলা কমিটির উদ্যোগে শুভেচ্ছা প্রদান অনুষ্ঠিত হয়েছে। এর অংশ হিসেবে আজ সোমবার বিকেল চারটায় ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সাথে শুভেচ্ছা ও মত বিনিময় করে সংগঠনটি ।
এরপর ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এবং রেপিড একশন ব্যাটালিয়ন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেন নেতৃবৃন্দ ।
এছাড়া আগামী দিনে তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বিজেপির জেলা কমিটির আহ্বায়ক আরিফুর রহিম রনি সদস্য সচিব শাহরিয়ার আহমেদ অভি , যুগ্ন আহবায়ক রাসেল তালুকদার, শরিফুল ইসলাম সোহান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সঞ্জয় কুমার সাহা, দক্ষিণ বঙ্গের আহবায়ক ইকরাম আলী, সদস্য শেখ আব্দুল্লাহ প্রমুখ।
প্রিন্ট