দৌলতপুরে ২৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. স্বপনকে গ্রেফতার করেছে র্যাব-১২। শনিবার সন্ধ্যায় উপজেলার হোসেনাবাদ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে খুনসহ ডাকাতির মামলা রয়েছে। স্বপন উপজেলার ফিলিপনগর মন্ডলপাড়ার ইব্রাহীম মণ্ডলের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তি দেওয়া তথ্যে, ২০০২ সালের গত ২৮ এপ্রিল দৌলতপুর থানার ফিলিপনগর ইসলামপুর গ্রামের মো. শাহজাহান আলীকে হত্যাসহ ডাকাতি মামলায় যাবজ্জীবন সশ্রম সাজাপ্রাপ্ত ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি মো. স্বপন।
র্যাব-১২-এর একটি আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে স্বপন দীর্ঘদিন পলাতক থাকার পর হোসেনাবাদ বাজার এলাকায় অবস্থান করছেন। সেই মোতাবেক ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার খন্দকার গোলাম মোর্তুজা শনিবার রাত্রে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করা হয়।
প্রিন্ট