বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাতিয়া উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চক্ষু চিকিৎসা, রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা সদরের সাবেক এমপি প্রকৌশলী ফজলুল আজিমের বাসভবনে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম আমির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক ইকবার উদ্দিন রাশেদ, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কাজী মাওলানা আব্দুর রহিম এবং সাধারণ সম্পাদক আলাউদ্দিন।
পৌর যুবদলের আহবায়ক নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং এডভোকেট সুমন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুর রব রাসেদ, সাবেক সদস্য সচিব মো: সানাউল্লাহ শাহীন, আব্দুর রাজ্জাক, রাকিব উদ্দিন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মমিন উল্লাহ রাসেল প্রমুখ।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাতিয়া উপজেলা যুবদলের ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ের শতাধিক নেতাকর্মীরা আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় আগত বিভিন্ন বয়সের সাধারণ নারী-পুরুষ রোগীদের মাঝে চিকিৎসাসেবা ও ঔষধপত্র প্রদান করা হয়।
প্রিন্ট