নড়াইলে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সিভিল সার্জন অফিসের আয়োজনে নড়াইল সরকারি বালিকা বিদ্যালয় ও নড়াইল কালেক্টরেট স্কুলে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ, জুলিয়া শুকায়না প্রশাসক নড়াইল পৌরসভা, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শাশ্বতী শীল, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকলাপনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার প্রমুখ।
অফিস সূত্রে জানা যায়, জেলার মোট ৮ শত ৩টি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ৯ শত ৬৪টি কেন্দ্রের মাধ্যমে ৫ম শ্রেনী থেকে ৯ম শ্রেনীর ১০ থেকে -১৪ বছর বয়সী ছাত্রী / কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধক এ টিকা এ ক্যাম্পেইন আওতায় ৩৭ হাজার ৩শত ৯১ জনকে এ টিকা দেয়া হবে।
এ টিকা দেয়ার জন্য সকল ছাত্রী / কিশোরীকে অনলাইনে https://www.vaxepi.gov.bd এই ওয়েব সাইডের মাধ্যমে রেজিষ্ট্রেশন করে রেজিষ্ট্রেশন কার্ড নিতে হয়েছে। রেজিষ্ট্রেশন ছাড়া কাউকে এ টিকা দেয়া হবে না। ১৮ দিনের মধ্যে ১০ দিন শ্ক্ষিা প্রতিষ্ঠানে এবং ৮দিন বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে এ টিকা দেয়া হবে। এ টিকায় কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
এছাড়াও যদি কোন ১০ থেকে -১৪ বছর বয়সী ছাত্রী / কিশোরী ৪র্থ বা ১০ শ্রেনীতে পড়ে তারাও এ টিকা দিতে পারবে, তাদের শিক্ষা প্রতিষ্ঠানে না দিলেও কমিউিনিটি ক্লিনিকে টিকা দেয়া হবে। ৫ম শ্রেনী থেকে ৯ম শ্রেনীর ১০ থেকে -১৪ বছর বয়সী সকল ছাত্রী / কিশোরীদের রেজিষ্ট্রেশন করে রেজিষ্ট্রেশন কার্ড নিয়ে টিকা নেয়ার জন্য অনুরোধ জানানো হয়।
- আরও পড়ুনঃ e-Paper-24.10.2024
এ বিষয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ও গার্লস গাইডের সদস্য রেজিষ্ট্রেশনসহ সকল বিষয়ে সহায়তা করার জন্যও বলা হয়।
প্রিন্ট