বুধবার দুপুরে কুষ্টিয়ার খোকসায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রেশমা খাতুন, থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, খোকসা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, বেতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম জমি, শিমুলিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, আমবাড়িয়া ইউপি চেয়ারম্যান আকমল হোসেন, এবং খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন।
বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি আরিফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউনিয়নের চেয়ারম্যান ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সভায় অংশগ্রহণ করেন।
সভায় মাদক ও আইনশৃঙ্খলা বিষয়ক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়, যা উপজেলা প্রশাসনের কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে।
প্রিন্ট