কুষ্টিয়ার খোকসায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণনাঢ্য র্যালি বের হয়ে শহর ঘুরে উপজেলা চত্বরে শেষ হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক, উপজেলা প্রকল্প কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুমন আহমেদ।
পরে উপজেলা চত্বরে স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে হাত ধোয়ার একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধী, সাংবাদিক এবং ছাত্র-ছাত্রীরা।
বিশ্ব হাত ধোয়া দিবসের গুরুত্ব তুলে ধরতে এবং সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এই আয়োজন করা হয়।
প্রিন্ট