“সকলের সহযোগিতায় সর্বস্তরে মানবাধিকার সংরক্ষণ ও প্রতিষ্ঠিত হউক” স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা হাতিয়া উপজেলা শাখার উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় হাতিয়া উপজেলার নাঈম প্লাজা দ্বিতীয় তলায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি র্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সভাস্থলে ফিরে আসে।
এডভোকেট ফজলে আজিম তুহিন এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও র্যালীতে উপস্থিত ছিলেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার হাতিয়া উপজেলার সাধারণ সম্পাদক অধ্যাপক রফিক উল্যাহ সিদ্দিকী, যুগ্ম-সাধারণ মোঃ আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এমাল হোসেন, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন ভূঁঞা, সদস্য অধ্যাপক হাসান মাহমুদ, সদস্য অধ্যাপক কানুলাল নাথ, সদস্য জামাল উদ্দিন আহম্মেদ বাহার সহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, “দেশের সব সেক্টরেই আগে দুর্নীতি ছিল। আমরা কিছুই করতে পারিনি। সরকারি প্রতিষ্ঠানগুলোতে উৎকোচ ছাড়া কোনো কাজ করা সম্ভব হয় না, যার কারণে মানুষের অধিকার লঙ্ঘিত হয়েছে।” বক্তারা নারীনির্যাতনসহ সকল নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং সকলের সমঅধিকার প্রতিষ্ঠায় বিদ্যমান সীমাবদ্ধতাকে জয় করার মাধ্যমে কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান।
তারা আরো বলেন, “মানুষের মৌলিক অধিকার ও চাহিদা নিশ্চিত করার পাশাপাশি, নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা সমুন্নত রাখাই মানবাধিকার।” বক্তাদের মতে, একবিংশ শতাব্দীতে, তথ্য-প্রযুক্তির যুগেও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে, যা অত্যন্ত দুঃখজনক। তারা সকল নির্যাতিত ও অবহেলিত মানুষের অধিকার আদায়ের জন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রিন্ট