সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের উদ্যোগে এবং সুইজারল্যান্ড আওয়ামী লীগের আয়োজনে সোমবার (৭ অক্টোবর) দুপুরে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদর দপ্তরের সামনে ভাঙা চেয়ারের পাশে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মানবাধিকার কাউন্সিলের প্রধান বরাবর স্মারকলিপি দেওয়া হয়। মানবাধিকার কাউন্সিলের সদর দপ্তরের একজন কর্মকর্তা স্মারকলিপি গ্রহণ করেন।
প্রবাসী বাংলাদেশিদের পক্ষে এই স্মারকলিপি হস্তান্তর করেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকারকর্মী, লেখক, সাংবাদিক এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি জমাদার নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শ্যামল খান প্রমুখ।
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, সংখ্যালঘু ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার, তাদের ওপর নির্যাতন-নিপীড়ন ও হত্যা বন্ধ করতে এবং আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে অন্তর্বর্তী সরকারের ওপর চাপ প্রয়োগ এবং মানবতাবিরোধী অপরাধের সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির দাবিতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রধান ভলকার টুর্ক বরাবর এই স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সাম্প্রদায়িক শক্তি জামায়াত-শিবির-বিএনপি সারা দেশে হত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ, লুটতরাজ, মন্দির-গির্জা ভাঙচুর, সংখ্যালঘুদের হত্যা, পুলিশ-আনসার হত্যা, আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা, সংসদ ভবন, গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেস, বিটিভিসহ সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা করে ব্যাপক ক্ষতিসাধনের মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করে গত ৫ আগস্ট নির্বাচিত সরকারপ্রধান শেখ হাসিনাকে জোর করে দেশত্যাগ করতে বাধ্য করে।
শেখ হাসিনা দেশত্যাগের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডির ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে অসংখ্য শাখা কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে কয়েক হাজার মিথ্যা মামলা, সংখ্যালঘু ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের গ্রেফতার, নির্যাতন, হত্যা, নৈরাজ্য, মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। বাংলাদেশে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই।
স্মারকলিপিদাতারা বলেন, আমরা ইউরোপের বিভিন্ন দেশে বসবাস করি। কিন্তু আমাদের পরিবারের সদস্যরা বাংলাদেশে আছেন, ওখানে আমাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি আছে। বাংলাদেশে আমাদের পরিবারের অনেক সদস্যকে হত্যা করা হয়েছে। বিনা কারণে গ্রেফতার করা হচ্ছে। আমাদের সম্পত্তি লুট করা হচ্ছে। আমরা খুবই উদ্বিগ্ন। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, সংখ্যালঘু ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার, নির্যাতন, হত্যা বন্ধ করার জন্য এবং বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনাসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে করা সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করার জন্য বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের ওপর চাপ সৃষ্টি করুন।
উল্লেখ্য, এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের শেষ পর্যায়ে ছিল বক্তব্য পর্ব। এতে সভাপতিত্ব করেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি জমাদার নজরুল ইসলাম ও সঞ্চালনা করেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খান। প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান।
সুইজারল্যান্ড, ইতালি, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, স্পেন, গ্রিস, পর্তুগাল, অস্ট্রিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, পোল্যান্ড, সুইডেন, ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।
॥প্রেস রিলিজ ॥
৭ অক্টোবর (সোমবার) ,জেনেভা জাতিসংঘ প্রাংগনে , মানবাধিকারের সূতিকাগার হিসেবে পরিচিত ঐতিহাসিক ব্রোকেন চত্তরে শতাধিক কন্ঠে উচ্চারিত হোল বাংলাদেশের জাতীয় সংগীত “ আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি “
সোমবার বিকেল তিনটায় জেনেভা জাতিসংঘ চত্তরে ,বাংলাদেশে বিগত দুই মাসে ডঃ ইউনুস ও আসিফ নজরুল রেজিমের নেতৃত্বে ভয়াবহ মানবাধিকার লংঘন , কবি , সাহিত্যক , সাংবাদিক , লেখক ও ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী হাজার হাজার আওয়ামীলীগ নেতা-কর্মী নৃশংস নির্যাতন ও হত্যার বিরুদ্ধে “ Crimes Against Humanity in Bangladesh “ শীর্ষক একটি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
গত ৯ ই সেপ্টেম্বর থেকে আগামী ১১ অক্টোবর পর্যন্ত মাস ব্যাপী ৫৭ তম জাতিসংঘ মানবাধিকার কমিশনের সেশন উপলক্ষে এ মানববন্ধন সমাবেশের আয়োজন করা হয় । ইউরোপের ১২ টি দেশ থেকে আগত দেড শতাধিক বাংলাদেশী ডায়াসপোরা জোরালো কন্ঠে ডঃ ইউনুস রেজিমের দুঃশাসন , ভয়াবহ মানবাধিকার লংঘন ও নৃশংস নির্যাতনের বিরুদ্ধে জাতিসংঘ মানবাধিকার কমিশনের দৃস্টি আকর্ষন করে বক্তব্য রাখেন । সমাবেশে আয়োজক সংঘটন সুইজারল্যান্ড আওয়ামীলীগের সভাপতি জমাদার নজরুল ইসলাম সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠানের সন্চালনায় ছিলেন সুইজারল্যান্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক শ্যামল খান । প্রধান অতিথির বক্তব্য রাখেন সর্বইউরোপীয় আওয়ামীলীগের সভাপতি এম নজরুল ইসলাম , বিশেষ অতিথির বক্তব্য রাখেন সর্ব ইউরোপীয়ান আওয়ামীলীগের সাধারন সম্পাদক মজিবুর রহমান ।
আলোচনায় ডঃ ইউনুস ও তার অসাংবিধানিক সরকারের প্রতি নিন্দা ও ঘৃনা জানিয়ে প্রতিবাদী বক্তব্য প্রদান করেন , যুক্ত রাজ্য আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ ফারুক , রফিকউল্লাহ্ , মহসীন , ইটালী আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসান ইকবাল ,এ রব মিন্টু ,ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাসেম , সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন কয়েস , জার্মান আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্বাস চৌধুরী, মাহফুজ ফারুক , স্পেন আওয়ামী লীগের সভাপতি এস আর আই এস রবিন ,সাধারন সম্পাদক রিজবী আলম , সুইডেন আওয়ামী লীগের মন্জুরুল হাসান, ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি খোকন মজুমদার , সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান , ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি সালেহ আহমেদ সাধারন সম্পাদক মাইনুল ইসলাম ,
বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুর রশীদ বুলু , সাধারন সম্পাদক পলিন হোসেন , পোলেন্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান , অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান নাসিম সাধারন সম্পাদক মিজানুর রহমান শ্যামল , গ্রীস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার , সুইজারল্যান্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মুক্তিযাদ্ধা তাজুল ইসলাম , সাবেক সভাপতি হারুন রশীদ বেপারী , সাবেক সাধারন সম্পাদক কারার কাউসার , বর্তমান কমিটির সিনিয়র সহ সভাপতি রুবেন , সহ সভাপতি জাহানারা বাশার , মশিউর রহমান সুমন , মোহাম্মদ আনিস , বিপুল তালুকদার , কাজী আবদুর রহিম , ইউসুফ ভুইয়া , স্বপন উল্ল্যাহ , প্রচার সম্পাদক জুনায়েদ , যুগ্ন সম্পাদক মাসুম খান দুলাল , আকবর আলী , আন্তর্জাতিক সম্পাদক আবু নাঈম ,সাংগঠনিক সম্পাদক সুমন বডুয়া , সাংগঠনিক সম্পাদক সসীম বডুয়া ,ও সিনিয়র নেতা ইমরান খান মুরাদ , বাবুল সরকার , স্বপন হাওলাদার , অরুন বড়ুয়া ,দোহা শেখ, মো. ইকবাল , মোশারফ প্রধান , শাহ্ আলম ফারুখ , সুমন ভুইয়া , লিকু রহমান, মাহবুব শেখ দুলু , রাজা শেখ, রশিদ বেপারী , আজম কাল, জীবন , ফারুখ, শামীন রানা, ফুয়াদ হাসান, পান্নু বয়াতি , আব্দুর রব খাদেম, ময়না, সাজিয়া রহমান , জাহানারা বাসার, নিপু বড়ুয়া, মুকুল, মিসেস মুকুল, দিলিপ ধর, সাহাদাত মজুমদার, জুবায়ের লস্কর ও অতি পরিচিত ব্লগার অমি রহমান পিয়াল প্রমূখ ।
প্রিন্ট