জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদর দপ্তরের সামনে ভাঙা চেয়ারের পাশে সুইজারল্যান্ড আওয়ামী লীগের আয়োজনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।গতকাল সোমবার প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে যোগদান করেন ইতালি আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তি জামায়াত-শিবির-বিএনপি সারা দেশে হত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ, লুটতরাজ, মন্দির-গির্জা ভাঙচুর, সংখ্যালঘুদের হত্যা, পুলিশ-আনসার হত্যা, আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যা, সংসদ ভবন, গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেস, বিটিভিসহ সরকারী-বেসরকারি স্থাপনায় হামলা করে ব্যাপক ক্ষতিসাধনের মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করে নির্বাচিত সরকারপ্রধান জননেত্রী শেখ হাসিনাকে জোর করে দেশত্যাগ করতে বাধ্য করে।
তিনি দেশত্যাগের পর রাষ্ট্রক্ষমতা দখলকারী তাবেদাররা জাতির পিতা বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানমণ্ডির ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িটি পুড়িয়ে দেয়। বাঙালির মুক্তি আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে শাখা কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। জননেত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে কয়েকশ মিথ্যা মামলা, সংখ্যালঘু ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের নির্যাতন, হত্যা, নৈরাজ্য, মানবাধিকার লঙ্ঘন করে চলছে। দেশে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই।
এসব ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাতে, জননেত্রী শেখ হাসিনাসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে করা সব মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করা, সংখ্যালঘু সম্প্রদায় ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর নির্যাতন, হত্যা বন্ধ করার জন্য চেপে বসা অবৈধ সরকারের উপর চাপ প্রয়োগ করতে এবং তাদের করা মানবতাবিরোধী অপরাধের সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দিতে জাতিসংঘের মহাসচিব ও জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রধানের কাছে অনুরোধ করেন।
- আরও পড়ুনঃ গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবালের নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক হাসান ইকবাল সহ সভাপতি হাদিউল ইসলাম হাদী,সহ সভাপতি মোঃবাবু ঢালী,সাংগঠিন সম্পাদক নুরুল ইসলাম মাদবর ,সাঃ জলিল তপদার, রোম মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলমাহমুদ রফিক,নিতুতনা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ডি এম শহিদ , সহ- সভাপতি মাহমুদু হাসান সুজন প্রমুখ।
প্রিন্ট