মোঃ নাঈম হোসেন শুভ, পিতা :মো: সেনাজ উদ্দিন, গ্রাম : পূর্ব চরচেঙ্গা, ৬ নং ওয়ার্ড়, ৮ নং সোনাদিয়া ইউনিয়ন, পোষ্ট অফিস চরচেঙ্গা বাজার (৩৮৯০), থানা হাতিয়া, জেলা নোয়াখালী।
বাড়ী : মজল হাজীর (মজল সর্দ্দার) এর বাড়ি, চরচেঙ্গা হাতিয়া। সে হাতিয়া নলচিরা চেরাচুল উলম কামিল মাদ্রাসার ছাত্র (সোনাদিয়া হিল্টন রোড়)
সে শনিবার (৫ অক্টোবর ২০২৪) তারিখে বাড়ী থেকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাহির হয়ে কাওকে কিছু না বলে চলে যায়।
বের হবার সময় তার পরনে ছিল সাদা হাফ হাতা গেঞ্জি ও সাদা ফুলপ্যন্ট। তার উচ্চতা ৫‘-৫‘ গায়ের রং সুন্দর , হালকা স্বাস্থ্যবান ।
যদি কোন সূহৃদয়বান ব্যাক্তি তার সন্ধান পেয়ে থাকলে নিম্ন মোবাইল নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে।
মোবাঃ সাংবাদিক হানিফ সাকিব ০১৭৭১৪০৩৪০৯
সেনাজ উদ্দিন (ছেলের বাবা) ০১৭৩৯৬৩৪৪৪২
প্রিন্ট