ফরিদপুরের সালথায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল মাতুব্বর ও সংশ্লিষ্টদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সালথা উপজেলার তাওহিদি জনতা ও ওলামা মাশায়েখ এর ব্যানারে সালথা বাইপাস সড়কে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় সালথা মডেল মসজিদের ইমাম রবিউল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামি ছাত্র শিবির, ইসলামি আন্দোলন বাংলাদেশ, হেফাজত ইসলাম, বাংলাদেশ যুব মজলিশ, সাধারণ ছাত্র জনতাসহ অন্যান্য ইসলামি সমমনা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিতিদের মধ্য হতে সালথা মডেল মসজিদের ইমাম রবিউল ইসলাম বিগত সময়ে ঘটে যাওয়া বিষয়ে নিন্দা জানিয়ে নাজমুল মাতুব্বরসহ সংশ্লিষ্টদের বিচার দাবী করেন।
বিস্তারিত জানতে অভিযুক্ত নাজমুল মাতুব্বরের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে ফোনে পাওয়া যায়নি।
এই বিষয়ে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান (পিপিএম) বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স গিয়েছিল। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রসঙ্গত, গত ০৯ আগষ্ট, ২০২৪ তারিখ উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামের মধ্যপাড়া জামে মসজিদে জুমার নামাজের বয়ানে আওয়ামী লীগ সরকারের জুলুম-নির্যাতন নিয়ে কথা বলার কারণে হাফেজ মাওলানা মুজাহিদুল হক (৩৫) নামে এক ইমামের চাকরি যায়। ইমামের চাকরিচ্যুতের বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচনা হয় এবং বিভিন্ন পত্র-পত্রিকায় বিষয়টি নিয়ে সংবাদও প্রকাশিত হয়।
পরবর্তীতে গত ২২ আগষ্ট আসরের পর বিষয়টি নিয়ে স্থানীয় ওলামায়ে কেরাম বসে সমাধান করে উক্ত ইমামকে চাকরিতে পুনর্বহাল করে। সন্ধ্যায় ফেরার পথে ওলামায়ে কেরামের উপর হামলা চালায় মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আফছার মাতুব্বরের ছেলে ও উক্ত মসজিদ কমিটির সভাপতি স্বপন মাতুব্বরের ভাই সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল মাতুব্বর।
প্রিন্ট