প্রবাসে যান্ত্রিক জীবন থেকে বের হয়ে প্রকৃতির ছোঁয়ায় সময় কাঁটাতে ইতালিতে দোহার ঐক্য পরিষদ রোম প্রবাসীদের আয়োজনে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
দোহার ঐক্য পরিষদ রোমের সভাপতি রুহুল আমিন বেপারী, সাধারণ সম্পাদক জরিপ মোল্লা ও সাংগঠনিক সম্পাদক নাহিদ মুন্সির আমন্ত্রনে এই বনভোজন অনুষ্ঠিত হয়। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দোহার ঐক্য পরিষদ রোমের উপদেষ্টা শিপন গাজী এবং দিদার মাহমুদ ও সোহেল রানা মোল্লা।
এছাড়াও বনভোজনে উপস্থিত ছিলেন প্রধান মিজানুর রহমান খান, উপদেষ্টা জাহাঙ্গীর আলম, হারুনুর রশিদ, মজিবর কাজী, মাহফুজ খান, জসীম উদ্দীন, দীন মোহাম্মদ, চঞ্চল মাহমুদ সহ দোহার ঐক্য পরিষদের সকল সদস্যবৃন্দ।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, ঐক্যবদ্ধ সমাজ গঠনে ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে এই বনভোজন সহায়ক ভূমিকা রাখবে। আগামীতে আরও সুন্দর আয়োজন করার কথা বলেন তারা।
বনভোজনে এসে আনন্দ উল্লাসে সময় কাটাতে পেরে আনন্দিত প্রবাসীরা।
এছাড়াও বনভোনজনে নাঈম, রাসেল কবির, সজল কবির, আরাফাত, নিরব, আকাশ, সাইফ, আবীর, সোহান, আলমগীর, আরিফ ও আদনান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন
বনভোজনে বিভিন্ন পর্বে শিশুদের বিস্কুট খেলা, মহিলাদের বালিশ খেলা ও পুরুষদের হাড়িভাঙ্গা সহ সকল বয়সীদের খেলার আয়োজনের পাশাপাশি ছিল আর্কষণীয় গ্র্যান্ড র্যাফেল ড্র। পরবর্তীতে সকল বিজয়ীদের পুরস্কৃত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
প্রিন্ট