কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছে বোয়ালমারী থানা পুলিশ। এসময় বিএনপি নেতাকর্মীরা থানায় গিয়ে পুলিশদের সাথে মতবিনিময় করে মিষ্টি বিতরণ করেন। সোমবার (১২ আগস্ট) বিকেলে থেকে বোয়ালমারী থানা পুলিশ তাদের দায়িত্ব পালন শুরু করেন। তবে এর আগে অল্প সংখ্যক পুলিশ স্টেশনে এসেছিলেন।
৬ আগস্ট থেকে কর্মবিরতির পর পুলিশ সদস্যদের আনুষ্ঠানিক কাজে যোগদান করতে আসাতে বিএনপি জামাতসহ সুশীল সমাজের লোকজন ফুল দিয়ে তাদের বরণ করে নেয়।
পরে বিএনপি নেতাদের নিয়ে পৌরশহরের মেইন মেইন সড়ক প্রদক্ষিণ করেন পুলিশ সদস্যরা।
প্রদক্ষিণ শেষে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ অবস্থানের জন্য বোয়ালমারীর সকল স্তরের মানুষকে ধন্যবাদ। আমরা সীমিত আকারে আমাদের কার্যক্রম চালিয়েছি। যেহেতু বাইরে নিরাপত্তা জনিত কারণে কাজ করায় শঙ্কা ছিলো তাই মাঠপর্যায়ে কার্যক্রম সংকুচিত ছিলো। আপনারা দেখেছেন আমরা স্থানীয় জনসাধারণকে নিয়ে বাজার প্রদক্ষিণ করেছি। সবাইকে জানাতে এখন থেকে আমাদের সব ধরনের কার্যক্রম চলমান। আপনাদের সব ধরনের পুলিশিং সেবা দিতে আমরা প্রস্তুত আছি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দীন মিয়া ঝুনু, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফসার উদ্দীন, সাবেক পৌর মেয়র আব্দুস শুকুর শেখ, পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আজিজুল হক, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মিনহাজুর রহমান লিপন মিয়া, জেলা যুব দলের সহসম্পাদক ইমরান হোসেন, সাংস্কৃতিক কর্মী সুমন খান ও আমীর চারু বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সঞ্জায় সাহা প্রমুখ।
প্রিন্ট