পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গানপ্রিয় শ্রোতাদের জন্য বাংলাদেশ ভারত যৌথ নিবেদনে শিঘ্রই আসছে একটি নতুন মৌলিক গানেরর মিউজিক ভিডিও ‘মন আকাশে মেঘ’। যশোর বাংলাদেশ থেকে গীতিকবি রাজ পথিক কথায় সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রতিভাবান সঙ্গীত পরিচালক এ এফ সৈকত।
গানটিতে পুরুষ কণ্ঠ দিয়েছেন ঢাকা বাংলাদেশ থেকে কণ্ঠশিল্পী সাজ্জাদ হক ও নারী কণ্ঠে কলকাতা ভারতের উদীয়মান কণ্ঠশিল্পী (প্রিয়কণ্ঠ তারকা-২০২৩) সৃজিতা মণ্ডল। গানে মডেল হিসেবে অভিনয় করেছেন ইমি ও সাজ্জাদ। ভিডিও নির্মাণ করেছেন আল আমিন মাসুদ।
ঈদ উল ফিতর উপলক্ষে নতুন মিউজিক ভিডিওটি রিলিজ হবে ‘Sajjad official’ ইউটিউব চ্যানেল থেকে। নতুন সৃষ্টির পাশে থাকতে সকলকে বিনম্র আমন্ত্রণ জানিয়েছেন ‘মন আকাশে মেঘ’ পরিবার।
প্রিন্ট