গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কেজি স্কুল মাঠে, শুক্রবার ( ১ মার্চ) সন্ধ্যায়, মুকসুদপুর ক্রিড়া, শিল্প – সাহিত্য ও সংস্কৃতিক পরিবারের আয়োজনে, বসন্ত উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মুকসুদপুর ক্রিড়া, শিল্প – সাহিত্য ও সংস্কৃতিক পরিবারের সভাপতি আবুল কাশেম রাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এর কন্যা, আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য কানতারা খান।
মুকসুদপুর সরকারি কলেজের প্রভাষক মাহবুব হাচান বাবরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুমসুদপুর থনার ওসি মোহাম্মদ আশরাফুল আলম, মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্লা, উপজেলা আওয়ামী লীগের ক্রিড়া বিষয়ক সম্পাদক কামরুজ্জামান কামাল, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক কুটি খান সহ প্রমূখ।
অনুষ্ঠানে দর্শকদের জন্য একটি কুইজ প্রতিযোগিতা করা হয়। কুইজের প্রথম পর্বে বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ৫ জন বিজয়ী মঞ্চে উঠেন। দ্বিতীয় পর্বে ৫ জনের উদ্দেশ্যে প্রশ্ন করা হয়, স্বরবর্ণ এবং ব্যান্জনবর্ণ কয়টি এবং কি কি? বিজয়ী ৫ জনের কেউ এ প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি। অবশেষে প্রধান অতিথি কানতারা খান মঞ্চে উঠে দুঃখ প্রকাশ করেন এবং অনুষ্ঠানের সকলকে স্বরবর্ণ ও ব্যান্জনবর্ণ তথা, অ আ ক খ এর সকল বর্ণ শেখান।
৫ জন কেউ সঠিক উত্তর দিতে না পারায় সকলকে সান্ত্বনা পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর গান এবং নৃত্যতে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানের সমগ্র দর্শক।
প্রিন্ট