“করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে রেখে শুক্রবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন বর্ণাঢ্য শোভাযাত্রার ও আলোচনা সভার আয়োজন করে।
সকালে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খান মোঃ আব্দুল্লা আল মামুন।
সভায় কালুখালী মহিলা কলেজের অধ্যক্ষ শিকদার মমতাজ আহম্মেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইশতিয়াক চৌধুরী রানা, সন্ধানী লাইফ ইনসিওরেন্স কোম্পানীর উপজেলা ইনচার্জ রাকিবুল ইসলাম, এজিএম ফজলুল হক, সাথী পারভীন প্রমুখ বক্তব্য রাখেন।
প্রিন্ট