কুষ্টিয়ার খোকসায় ‘স্মার্ট হবে স্থানীয় সরকার নিশ্চিত করবে সেবার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্থানীয় সরকার দিবস-২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার।
উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তী হালদার,খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ফজলুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার শাহিনা বেগম, খোকসা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল গফুর, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি, সুধী ও সাংবাদিকগণ। বক্তাগণ স্থানীয় সরকার দিবসের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
ছবি:
প্রিন্ট