কুষ্টিয়ার খোকসায় জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত। মঙ্গলবার দুপুর উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখার আয়োজনে গণসচেতনা মূলক ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার। অনুষ্ঠান সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল কুষ্টিয়া সোনালী ব্যাংক পিএলসি শাখা এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হাবিবুর রহমান,বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখার যুগ্ম পরিচালক মোতাহার হোসেন, বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখা সহকারী পরিচালক শাহিনুর আলম, খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ফজলুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার শাহিনা বেগম, খোকসা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল গফুর প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খোকসা সোনালী ব্যাংক শাখার ম্যানেজার প্রসাদ বিশ্বাস।
এছাড়া আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিভিন্ন ব্যাংকের সিনিয়র কর্মকর্তা, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি, সুধী ও সাংবাদিকগণ। বক্তাগণ জাল নোটের বিভিন্ন কুফল ও এ থেকে উত্তরণের বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন।
পরে প্রজেক্টর এর মাধ্যমে জালনোট এবং আসল নোট সনাক্তকরণের বিভিন্ন বিষয় দেখানো হয়। এই জাতীয় একটি সময় উপযোগী প্রোগ্রাম করার জন্য বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংক শাখাকে ধন্যবাদ জানান স্থানীয় সুধীজন।
প্রিন্ট