কুষ্টিয়ায় একটি রেস্টুরেন্ট ও দুটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া শহরের এনএস রোডের বাটারফ্লাই মোড়ের কাবাব স্টেশন নামের একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস কুষ্টিয়ার ওয়্যার হাউস ইন্সপেক্টর আব্দুস সালাম বলেন, আজ সোমবার বিকেলে কাবাব স্টেশন নামের একটি রেস্টুরেন্টের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুনের তাপে পাশে থাকা বড় গ্যাস সিলিন্ডারের পাইপ ফুটো হয়ে গ্যাস বের হলে আগুন চারপাশে ছড়িয়ে পড়তে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কাবাব স্টেশন ছাড়াও জুস ওয়াল্ড ও খানাপিনা নামে আরো দুইটি দোকান পুড়ে গেছে।
আগুনে কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে সে বিষয়ে তিনি বলেন, তিনটি প্রতিষ্ঠানের কিছুই অবশিষ্ট নেই। আমরা নিজেরা একটি লিষ্ট তৈরি করছি। মালিকপক্ষের সঙ্গে কথা বলে মোট ক্ষতির পরিমাণ জানা যাবে।
ক্ষতিগ্রস্ত জুস ওয়াল্ডের মালিক মো. তানিম বলেন, কয়েক মাস আগেই জুসের দোকানে নতুন করে বিনিয়োগ করেছিলাম। সব পুড়ে শেষ হয়ে গেছে। আমার ৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।
প্রিন্ট