ফরিদপুরের বোয়ালমারীতে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃতরা হলেন- বোয়ালমারী পৌরসভার ছোলনা গ্রামের রমজান বিশ্বাস (২৫) এবং পাশের কলারন গ্রামের মনু মিয়া (৪২)।
গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিদর্শক (খ সার্কেল) মো. রাজা মিয়া বাদি হয়ে বোয়ালমারী থানায় মামলাটি করেন। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ধারায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখা এবং একে অপরকে সহযোগিতা করার অপরাধে এ মামলা করা হয়।
মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের টিম রবিবার সন্ধ্যায় বোয়ালমারী পৌরসভার কারিকরপাড়া থেকে ওই দুইজনকে আটক করে। এসময় তাদের দেহ তল্লাশি করে পরনের প্যান্ট থেকে ২০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিদর্শক (খ সার্কেল) মো. রাজা মিয়া বাদি হয়ে সোমবার বোয়ালমারী থানায় মামলাটি করেন। মামলা শেষে আসামীদের ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মামলার বাদি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিদর্শক (খ সার্কেল) মো. রাজা মিয়া বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। আসামীদের ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
প্রিন্ট