কুষ্টিয়ার খোকসায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। মঙ্গলবার বিকেলে খোকসা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রবীন্দ্রনাথ বিশ্বাস, অপূর্ব লাল ভট্টাচার্য, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা আকবর, শিক্ষক সমিতির সভাপতি আবু হানিফ প্রমুখ। এছাড়াও বিভিন্ন বিদ্যালয় প্রধান শিক্ষক সহকারী শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
এবারে মোট ৫৩ টা ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার ও উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা। এ বছর উপজেলা পর্যায়ে সবচেয়ে বেশি ১৬ ইভেন্টে চ্যাম্পিয়ন হয়ে শ্রেষ্ঠতো অর্জন করেছেন চকহরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
প্রিন্ট