কুষ্টিয়ার খোকসায় শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
মঙ্গলবার দুপুর শোমসপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি ছাত্রীদের ক্রেস্ট প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান।
প্রধান অতিথির আলহাজ্ব সদর উদ্দিন খান বলেন বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারী শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। সেই সাথে তোমাদের শিক্ষার পাশাপাশি চাকরিতে বিভিন্ন জায়গায় সুযোগ সৃষ্টি করেছেন।
তিনি আরো বলেন আজকের ছাত্রীরা তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, আগামীতে তোমাদের হাত ধরেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। সেইভাবে তোমরা আধুনিক শিক্ষা এবং কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠবে। তিনি আরো বলেন শিক্ষক সমাজ সমাজের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তি, তোমাদের শিক্ষকগণ তোমাদের গুরুজন শিক্ষকরা যে আদেশ করবে যেভাবে শিক্ষা দিবে সেভাবে তোমরা শিক্ষা গ্রহণ করবে । তিনি বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের সহযোগিতা ঘোষণা করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হাজী রহিম উদ্দিন খান। অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফুজ্জামান বিল্ল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধাদ সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য রফিকুল আলম তালম।
আরো উপস্থিত ছিলেন উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর, সদকী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক বিমল চন্দ্র বিশ্বাস, শিক্ষক স্বপন, ইসলাম প্রিন্স প্রমুখ।
আলোচনা সভার শেষে জেলা পরিষদের চেয়ারম্যান বিগত দিনে স্কুলের কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করে। পরে ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রিন্ট