কুষ্টিয়ার খোকসায় শোমসপুর আবু তালেব ডিগ্রি কলেজের দুই জন সিনিয়র সহকারী অধ্যাপকের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত। বুধবার দুপুরে কলেজ হলরুমে বিদায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি জিল্লুর রহমান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ রায়হানূল হক সুলতান।
বিদায়ী দুই জন সিনিয়র সহকারী অধ্যাপক শাহাদাৎ হোসেন এবং মোসলেহ উদ্দিন লুই। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ শরীফ মোহাম্মদ কায়কোবাদ ও সিনিয়র অধ্যাপক আবুল কালাম আজাদ।
এই সময় আরো উপস্থিত ছিলেন আবু তালেব ডিগ্রি কলেজের শিক্ষকগন। উপস্থিত বক্তাগণ দুই জন শিক্ষক এর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।
সেই সাথে আবু তালেব ডিগ্রি কলেজ পরিবারের সকল বিদায়ী সদস্যদের জন্য দোয়া এবং মৃত সদস্যদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রিন্ট