ভেড়ামারা থানা পুলিশ ৪৮ পিচ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক বৃদ্ধকে গ্রেফতার করেছে। সে উপজেলার সাতবাড়িয়া মধ্যপাড়া গ্রামের মৃত বাবর আলী বিশ্বাসের পুত্র হাবিবুর রহমান (৭০)।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভেড়ামারা থানার এস আই হাফিজ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে সাতবাড়িয়া মধ্যপাড়া গ্রামে হাবিবুর রহমান (৭০) এর বাড়িতে হানা দেয়। গ্রেফতারকৃত হাবিবুর রহমানের শিকারোক্তিতে তার বাগান বাড়ির উত্তরে পুকুরের পশ্চিম পাড়ে বাঁশঝাড়ের মধ্য হতে ৪৮ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।
উক্ত ঘটনায় ভেড়ামারা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নং ০৬, তারিখ ০৩/০২/২০২৪।
প্রিন্ট