গোপালগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে শহরের কাশফুল খাবার হোটেল সহ তিন প্রতিষ্ঠানে জরিমানা করে ২৮ হাজার টাকা আদায় করেছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে শহরের বড়বাজার এলাকার কাঁচামালের আড়ৎ, খুচরা দোকান, পাইকারি ও খুচরা মুদি দোকান, বেকারি সহ খাবার হোটেল পরিদর্শন করেন। এসময় কেকে মেয়াদ ও মূল্য না থাকায় গাজী বেকারীতে তিন হাজার ও অনুমোদনহীন ইন্ডইয়ান পন্য রাখায় হীরা ট্টেডাস কে ২০ হাজার টাকা জরিমানা করেন।
অভিমান কালে গোপালগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড আপস) কাজী মাহবুবুল আলম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান, গোপালগঞ্জ প্রেস ক্লাব (জিপিসি)’র সাধারণ সম্পাদক মুন্সী সাদেকুর রহমান শাহীন, গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান সারমাত উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকারের এ অভিযানে আইন শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করেছে গোপালগঞ্জ সদর থানা পুলিশের একটি চৌকস টিম।
গোপালগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান সময়ের প্রত্যাশা কে বলেন, জনস্বার্থে এ তদারকি অব্যাহত থাকবে।
প্রিন্ট