কুষ্টিয়ার খোকসায় “বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনের সমৃদ্ধি’ এই প্রতিপাদকে সামনে রেখে ২ দিন ব্যাপ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (৪৫ তম বিজ্ঞান মেলা) ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও বিজ্ঞান প্রযুক্তি জাদুঘর এর আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার। অনুষ্ঠান সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ফজলুল হক, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন, উপজেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর প্রমুখ।
বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ৪৫ তম বিজ্ঞান মেলায় উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের স্টলের মাধ্যমে স্কুলের ছাত্র ছাত্রীগণ তাদের নতুন নতুন উদ্ভাবনী প্রদর্শন করেন। এই সময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ১৪ টি স্টল এর মাধ্যমে তাদের বিজ্ঞানের উদ্ভাবনী প্রদর্শন করেন।
প্রিন্ট