কুষ্টিয়ার খোকসায় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক জি-টু-পি পদ্ধতিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সফল বাস্তবায়ন শীর্ষক সেমিনার-২০২৪ অনুষ্ঠিত হয়। সোমবার সকালে পল্লী সঞ্চয় ব্যাংক এর সভা কক্ষে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান উপজেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার।
সেমিনারে প্রধান অতিথি বলেন অসহায় মানুষ আগামীতে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আর যেন কোন ব্যাক্তি ভোগান্তির শিকার না হয়, এ বিষয়ে বেশি বেশি প্রচার করতে হবে এবং সুবিধা ভোগীদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মুরাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিস্ট্রেশন অফিসার শাম্মী আক্তার জুথী, মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা আক্তার।
- আরও পড়ুনঃ কুষ্টিয়ায় নিম্নআয়ের মানুষের ভরসা ফুটপাত
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসানুজ্জামান। সেমিনারে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পৌর মেয়রের প্রতিনিধি, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও সুধীগণ। বক্তাগণ সেমিনারে জি-টু-পি পদ্ধতিতে সামাজিক নিরাপত্তায় কর্মসূচি সফল বাস্তবায়নে বিভিন্ন দিক তুলে ধরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
প্রিন্ট