আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য একে আজাদের উদ্যোগে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়।
আজ সকাল ১১ টায় ফরিদপুর সদর উপজেলার মাচচর ইউনিয়নের শিবরামপুর বাসস্ট্যান্ড, শহরের রাজবাড়ী রাস্তার মোড় এবং নতুন বাসস্ট্যান্ড এলাকার স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মত বিনিময়সহ গনসংযোগ করেন তিনি।
- আরও পড়ুনঃ বাঘায় শিক্ষকের বিদায় অনুষ্ঠান
এ সময় ফরিদপুর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি খোন্দকার নাজমুল হোসেন লেভী, শাহ আলম মুকুল, ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র শেখ মাহতাব আলি মেথু, ফরিদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আনিসুর রহমান সাবুল সহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। গনসংযোগকালে একে আজাদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে সবাইকে ঈগল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
প্রিন্ট