গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ড্যামী নির্বাচন বাতিলের দাবীতে অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে ফরিদপুর জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে গণ সংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ সৈয়দ মোদাররেস আলী ইছা’র সভাপতিত্বে আজ শনিবার বেলা ১১ঃ৩৫ মিনিটে সদর উপজেলার হাজী শরীয়াতুল্লাহ বাজারসহ আশেপাশের বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, সহ সভাপতি অনিক খান জিতু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহিদুল ইসলাম স্বরন, সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে নেতৃবৃন্দ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ড্যামী নির্বাচন উল্লেখপূর্বক অবিলম্বে তা বাতিলের দাবী জানান।
প্রিন্ট