কুষ্টিয়ার খোকসায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে -২০২৩ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীতে চকহরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করেছেন।
১৬ই ডিসেম্বর উপজেলা প্রশাসনের আয়োজনে খোকসা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ প্রদর্শনীতে চকহরিপুর সরকার প্রাথমিক বিদ্যালয় প্রথম স্থান অধিকার করেন।
শরীরচর্চা প্রদর্শনীতে দ্বিতীয় স্থান অধিকার করেন। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার ও উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা।
পুরস্কার গ্রহণ করেন চকহরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি শেখ সাইদুল ইসলাম প্রবীন, প্রধান শিক্ষক উম্মে সালমা খানম ও অংশ গ্রহণকারী ছাত্র-ছাত্রীবৃন্দ ।
কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীতে প্রথম এবং দ্বিতীয় হওয়ার গৌরব অর্জন করায় বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে চকহরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর অভিনন্দন জানান।
প্রিন্ট