“নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে, গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা এবং মুকসুদপুর উপজেলার শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
৯ ডিসেম্বর শনিবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী বিশ্বাস দূর্গা।
মুকসুদপুর সংবাদ পত্রিকার সম্পাদক হায়দার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান, মুকসুদপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম, সাংবাদিক ছিরু মিয়া, রনি রেজা, সরদার মজিবর রহমান সহ মুকসুদপুর উপজেলার শ্রেষ্ঠ জয়িতাগন।
আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় মুকসুদপুর উপজেলার শ্রেষ্ঠ জয়িতা হিসেবে ৫ জন নারীকে সংবর্ধনা দেওয়া হয়। এরা হলেন, রাঘদী ইউনিয়নের আরজুমান নাহার, খান্দারপাড় ইউনিয়নের লিজা খানম, জলিরপাড় ইউনিয়নের লিপিকা কুন্তা, উজানী ইউনিয়নের জুথিকা মজুমদার ও মিনতি বিশ্বাস।
প্রিন্ট