গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যডমিন্টন খেলাকে কেন্দ্র করে বিবাদে আকিরন বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর রাতে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার মোচনা ইউনিয়নের মোচনা গ্রামে। নিহত আকিরন বেগম মোচনা গ্রামের আঃ রশিদ শেখের স্ত্রী। অভিযুক্ত একই গ্রামের ফরিদ মুন্সী (৪৫), তোতা মুন্সী (৫৫) পরিবার ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত ২৭ নভেম্বর মোচনা স্কুল মাঠে মিরাজ শেখের ছেলে তামিম শেখ ও একই গ্রামের আজাদ মিনার ছেলে অনিক মিনা সহ কয়েকজন ব্যাডমিন্টন খেলছিলেন। এসময় তামিম ও অনিকের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অনিক মিনা, রাসেল মুন্সি, আশিক মুন্সি, মানিক মুন্সি, লিয়ন কাজী, সোহান মোল্লা, রোহান মোল্লা, সাকিব মোল্লা মিলে তামিম শেখকে মারপিট করে।
ঘটনার পরদিন ২৮ নভেম্বর সকালে ফরিদ মুন্সী সহ তার লোকজন তোতা মুন্সি, বিশাল মুন্সি, আবুল মুন্সি, রুহুল মোল্লা, সোহান মোল্লা, আজাদ মিনা, অনিক মিনা, লিয়ন কাজী, আশিক মুন্সি, ফরিদ মিনা, মকবুল মোল্লা, আলামিন গং গিয়ে মিরাজ শেখের বাড়িতে হামলা করলে এ সময় আকিরন বেগম, আতিয়ার শেখ মতিন শেখ, সাথী বেগম সহ কয়েকজন আহত হয়। এসময় আতিক শেখের ঘরে থাকা নগদ চার লক্ষ টাকা সহ তিন ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। ঠেকাতে গেলে এলোপাথাড়ি ভাবে মারপিট করলে আকিরন সহ কয়েক জন আহত হয়। পরে ৫ ডিসেম্বর মঙ্গলবার ভোর রাতে আকিরন বেগম চিকিৎসারত অবস্থায় মারা যায়।
- আরও পড়ুনঃ ইসির নির্দেশে ৪৭ ইউএনও বদলি
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
প্রিন্ট