কুষ্টিয়ার খোকসায় সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবক মূলক কাজে যুবকরদের ভূমিকা শীর্ষক সচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় শোমসপুর আলাউদ্দিন আহমেদ কিন্ডার গার্ডেন এর হলরুমে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
সভাপতিত্ব করেন যুব উন্নয়নের দপ্তরের উপ পরিচালক মতিয়ার রহমান। উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক শাজাহান আলী, সহকারী পরিচালক সাদিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা আক্তার, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন খান, উপজেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম প্রবীন,পরিচালনা করেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কাশেম ও আব্দুল হাই প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান। প্রশিক্ষণ কর্মশালায় ৩০ জন যুবক ও যুব মহিলা অংশগ্রহণ করেন। বক্তাগণ যুব সমাজের সচেতনতামূলক বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
প্রিন্ট